আবাসন প্রাপ্তির নিয়মাবলী
আবাসিক ভর্তি ও সিট ব্যবস্থাপনা:
-
০১. আবাসিক ভর্তির যোগ্যতা:
- ক) অত্র মাদরাসায় আবাসিক ছাত্র হিসেবে ভর্তি হতে চাইলে প্রথমে মাদরাসায় যথানিয়মে ভর্তি হতে হবে।
খ) বার্ষিক কার্যক্রম ও ভর্তি নির্দেশিকা অনুযায়ী মাদরাসায় ভর্তির যাবতীয় কার্যক্রম শেষ করতে হবে।
০২. আবাসিক ভর্তি প্রক্রিয়া:
- ক) প্রথমে মাদরাসা ক্যাম্পাস অথবা বাহিরের হল সমূহ থেকে যে কোন একটি হল নির্বাচন করতে হবে।
খ) আবাসিক ভর্তি ফরম কেনার পূর্বে উক্ত ভর্তি কমিটির নিকট থেকে নির্বাচিত হলে সিট খালি আছে কিনা তা নিশ্চিত করতে হবে।
গ) ৫০ টাকার বিনিময়ে অফিস থেকে নির্ধারিত তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আবাসিক ভর্তির আবেদন ফরম সংগ্রহ করে যথা নিয়মে পূরণ করে ভর্তি কমিটির সুপারিশ নিয়ে অফিসে জমা দিতে হবে।
ঘ) আবাসিক ভর্তি নিশ্চিত করার সাথে সাথে সিট ভাড়া ও খাবার চার্জ নির্ধারিত হারে অফিসে/হল পরিচালকের নিকট জমা দিয়ে রশিদ ও পরিশোধ কার্ড এবং খাবার গ্রহণের প্লাস্টিক কার্ড সংগ্রহ করতে হবে।
০৩. সিট নিশ্চিতকরণ:
- ক) নির্ধারিত হলের পরিচালকের নিকট সিট ভাড়া ও খাবার চার্জ জমা দিয়ে বা জমাদানের রশিদ দেখিয়ে হল পরিচালকের অনুমতি নিয়ে সিট নিশ্চিত করতে হবে।
খ) চকি, টেবিল, বিছানাপত্র ইত্যাদি ছাত্রদের নিজ দায়িত্বে সরবরাহ করতে হবে।
গ) সিট বরাদ্দ বা পরিবর্তনের ব্যাপারে হল পরিচালকের যে কোন সিদ্ধান্ত মেনে নিতে হবে।
০৪. সিট বাতিল ও পরিবর্তন করণ:
- ক) সিট নিশ্চিত করার পরও কোন ছাত্র হল পরিচালকের অনুমতি না নিয়ে বাড়ি চলে গেলে বা কোন যোগাযোগ না করলে তার সিট বাতিল বলে গণ্য হবে।
খ) সিট করার পর এক হল থেকে অন্য হলে যেতে চাইলে অফিস থেকে ৫০ টাকার বিনিময়ে হল পরিবর্তনের ফরম সংগ্রহ করে যথা নিয়মে পূরণ করে আবাসিক ভর্তি কমিটির অনুমোদন নিয়ে ফরম অফিসে জমা দিয়ে হল পরিবর্তন করা যাবে।
গ) কোন ছাত্র অত্র মাদরাসার নীতি-আদর্শ বিরোধী বা নিয়ম শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ করলে মাদরাসা কর্তৃপক্ষ তার সিট বাতিল ও মাদরাসা থেকে বহিষ্কার সহ যে কোন সিদ্ধান্ত নিলে ছাত্র ও অভিভাবককে তা মেনে নিতে হবে।
ঘ) ছাত্রাবাসে অবস্থান করার পরও কোন ছাত্র নামায তরক করলে বা পড়া-লেখা ও আমলে তারাক্কী না হলে অথবা পরীক্ষায় কোন বিষয়ে অকৃতকার্য হলে কর্তৃপক্ষ তার সিট বাতিল করতেপারবেন।
ঙ) কোন ছাত্র ছুটি বা অনুমিত ছাড়া ছাত্রাবাসে অনুপস্থিত থাকলে অথবা অনুমোদিত সময়ের পরও অনুপস্থিত থাকলে তার সীট বাতিল করা হতে পারে।
- ক) অত্র মাদরাসায় আবাসিক ছাত্র হিসেবে ভর্তি হতে চাইলে প্রথমে মাদরাসায় যথানিয়মে ভর্তি হতে হবে।
-