বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়
বাংলাদেশের দক্ষিন প্রান্তের সাগরকন্যা খ্যাত পটুয়াখালী জেলার তেতুলিয়া নদী বৌধীত সমভুমি ও কমলা রানীর দিঘীসহ নানা প্রাকৃতিক সৌন্দর্য়ের লীলাভূমি বাউফল উপজেলার প্রাণকেন্দ্রে বগা-কালাইয়া সড়ক সংলগ্ন বাউফল পৌরসভার ০৪ নং ওয়ার্ডে অন্ত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত। তৎকালীন পাকিস্তান সরকারের স্বাস্থ্য মন্ত্রী পটুয়াখালী মহকুমার সুযোগ্য বাবু মনোরঞ্জন সিকদার এর মহৎ উদ্যেগে তৎকালীন অবহেলিত এই জনপদের জনসাধারণের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে একটি সুন্দর বিদ্যালয়ের প্রয়োজনীয়তা উপলদ্ধি করে স্থানীয় দানশীল,গুনি ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের কাছে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার আহবান জানান। তারই ফলশ্র তিতে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের প্রস্তাবনা অনুসারে স্থানের নামানুসারে বাউফল এর সাথে মিল রেখেবিদ্যালয়টির নামকরণকরা হয় বাউফল মাইনর স্কুল। পরবতীতে ১৯১৯ সালে বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে উন্নিত হয়ে বাউফল মাধ্যমিক বিদ্যালয় নামে অধিষ্ঠিত হয় এবং বিদ্যালয়ের সন্তোষজন ফলাফল ও উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে বিদ্যালয়টি মডেল বিদ্যালয় হিসেবে ঘোষিত হয়ে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি বিদ্যালয়টি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টি শিক্ষা বোর্ডের ফলাফলের মেধা তালিকায় একাধিক বার স্থান লাভ করার বিরল কৃতিত্ব অর্জন করে। বিদ্যালয়টিতে ১৯৯৭ সালে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে এস.এস.সি ভোকেশনাল শিক্ষাক্রমে 0২ টি ট্রেড চালু করা হয় এবং পরবর্তীতে আরও 0২ টি ট্রেডসহ মোট 0৪টি ট্রেড চালু আছে। এছাড়াও বিদ্যালয়টিতে সহ-শিক্ষাক্রম কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে সুনাম রয়তাই বর্তমান পটুয়াখালী -২, বাউফল আসনের মাননীয় এমপি, জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ,জননেতা জনাব আ.স.ম ফিরোজ- এমপি মহোদয়ের প্রচেষ্টায়, গনত্তন্ত্রের মানস কন্যা, মানবতার মা, জননেত্রী শেখ হাসিনা ২৪ শে সেপ্টেম্বর ২০১৮ইং তারিখ হইতে বিদ্যালয়টি সরকারি ঘোষনা করেন। প্রতিষ্ঠানটির বর্তমান নাম বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়।